ময়মনসিংহে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে এ বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাস্তবায়নে ৬১টি স্টল নিয়ে শুরু হওয়া এই বইমেলা শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
বিভিন্ন স্টল ঘুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, বই হচ্ছে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক। তাই সংস্কৃতিকে লালন করতে বই পড়ার কোনো বিকল্প নেই। একজন মানুষকে সমৃদ্ধশীল হতে হলে বই পড়তে হবে। কিন্তু বর্তমানে মানুষের বই পড়ার প্রতি আগ্রহ একেবারেই কমে গেছে। নতুন প্রজন্মকে দেশ গঠনে অবদান রাখতে হলে অবশ্যই বেশি বেশি বই পড়তে হবে। এই বইমেলা বই পড়ার আগ্রহ জাগ্রত করবে।
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাজিব কুমার সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ফরিদ আহমদ দুলাল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক আব্দুর রফ মোশারফ, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হেদায়েতুল্লাহ।
আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হয়ে বইমেলা চলবে রাত ৮টা পর্যন্ত। বইমেলায় থাকছে কচি-কাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার ইভেন্ট এবং বীর মুক্তিযোদ্ধাদের গল্প শোনা অনুষ্ঠান। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ২২:৫১:২৮ ৭৮ বার পঠিত