অবশেষে দেশের ৩৪ হলে মুক্তি পেল ‘অন্তর্জাল’ চলচ্চিত্র। দেশের গণ্ডি পেরিয়ে একই দিনে যুক্তরাষ্ট্র ও কানাডার দেড় শ হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। বলা হচ্ছে, এটিই বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। শুক্রবার বাংলাদেশ সহ কানাডা ও আমেরিকার ১৮৪ থিয়েটারে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল।
একাধিকবার তারিখ পরিবর্তন করে অবশেষে শুক্রবার সিনেমাটি উন্মুক্ত হলো।
হলের তালিকা প্রকাশ করে দীপন দর্শকের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, “আমাদের সিনেমা অন্তর্জাল কাল থেকে সিনেমা হলে। আপনারা সিনেমা হলে এলে আমাদের সব কষ্ট স্বার্থক হবে। অনেক ভালবাসা আপনাদের জন্য।
জয় হোক বাংলা সিনেমার।”
সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত সিনেমা ‘অন্তর্জাল’।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৩:১২:০৩ ৯২ বার পঠিত