বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

প্রথম পাতা » ছবি গ্যালারি » ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৩৯
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দ বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৩৯২৮ পিস ইয়াবা, ৫২ গ্রাম হেরোইন, ৩৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫০:৩১   ১৩৪ বার পঠিত