জেলায় আজ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র ও চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সনদপত্র ও চেক বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুল কবীর-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান।
এসময় জেলার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলায় সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫০ জন প্রশিক্ষনার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকার চেক এবং সনদপত্র প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৫৭:১৮ ৪৪ বার পঠিত