বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

সরকারি অফিসে জুয়ার আসর, সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারি » সরকারি অফিসে জুয়ার আসর, সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



সরকারি অফিসে জুয়ার আসর, সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

বরগুনার বেতাগীতে একটি সরকারি অফিসে জুয়া খেলার সময় সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অফিস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেতাগী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খ.ম. ফাহরিয়া সংগ্রাম আমিনুল (৪৬), দক্ষিণ বেতাগীর মৃত আব্দুল গনির ছেলে শাহ জালাল (৩৮), উত্তর বেতাগীর মৃত হেমায়েত উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩৫), কেওড়া বুনিয়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৪৫) ও ঝোপখালী এলাকার মৃত আইউব চান মিয়ার ছেলে ইউনুস (৫৮)।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অফিসে জুয়া খেলার সময় সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ২৮ হাজার টাকা ও তাস জব্দ করা হয়। আজ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৫১   ৪৩ বার পঠিত