সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

বাউল শিল্পী আবুল সরকার আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাউল শিল্পী আবুল সরকার আর নেই
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



বাউল শিল্পী আবুল সরকার আর নেই

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী, গীতিকার ও সুরকার আবুল সরকার (বয়াতি) ইন্তেকাল করেছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আবুল সরকারের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শিষ্য বাউল শিল্পী শাহ আলম সরকার।

এই শিল্পী জানান, রবিবার রাত ৯টার দিকে বাইরে থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে ফতুল্লার বাড়িতে সিঁড়ি দিয়ে উঠছিলেন আবুল সরকার। হঠাৎই তিনি পড়ে জ্ঞান হারান। পরে বাড়ির পাশে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহ আলম সরকার আরও জানান, রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আবুল সরকারের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজায় তার আত্মীয়-স্বজন, সহশিল্পী, ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

আবুল সরকার সুফি গায়ক, পালা কবি ও ধর্মীয় পালা গায়ক হিসেবে দেশ-বিদেশে পরিচিত ছিলেন। সংগীতপ্রেমীদের কাছে ‘খাজা বাবার জীবনী’ ও ‘বড় পীরের জীবনী’ গানের স্রষ্টা হিসেবে বেশ পরিচিত তিনি।

১৯৮৯ সালে বাংলাদেশ বেতারের শিল্পী হিসেবে এবং ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন আবুল সরকার। এক হাজারের বেশি পালা গানের অডিও, ভিডিও এবং ভিসিডি রয়েছে এই বাউল শিল্পীর।

বাংলাদেশ সময়: ১৭:৪১:০১   ৪৪ বার পঠিত