ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১২ যাত্রীসহ ১৪ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির অ্যামাজনাস রাজ্যে বিমনাটি বিধ্বস্ত হয়।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যামাজনাসের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুই ক্রু সদস্যেও ছিলেন। তবে, বিমানটিতে কতজন যাত্রী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।
বিমান দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত প্রকাশ করেছেন অ্যামাজনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কাজ করছে। নিহতদের পরিবারের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।
এদিকে, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছেন মানাউস অ্যারোট্যোক্সি এয়ারলাইন। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
বাংলাদেশ সময়: ১১:৪০:২২ ৪৫ বার পঠিত