ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের গণ্ডি পেরিয়ে ‘পাঠান’ এখন বাংলাদেশে। নানা জল্পনা-কল্পনা শেষে (১২ মে) সারাদেশে মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত এই সিনেমা।
দেশের সব মাল্টিপ্লেক্স ও মানসম্পন্ন কিছু সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ‘পাঠান’।
এসব প্রেক্ষাগৃহে প্রতিদিন ২০৬টি শোতে ‘পাঠান’ দেখতে পারবেন সিনেমাপ্রেমীরা। তবে বাংলাদেশের সেন্সর বোর্ড ‘পাঠান’ সিনেমার কিছু অংশ বাদ দেবে বলে জানা গেছে। সেই সঙ্গে বিনা কর্তনেই সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি।
জানা গেছে, ইতোমধ্যে মাল্টিপ্লেক্সের পাশাপাশি রাজধানীর একক সিনেমা হলেও অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ‘পাঠান’ দেখার জন্য। কিন্তু রাজধানীতে অগ্রিম টিকিট বিক্রি হলেও দেশের অন্যান্য জেলায় চিত্র একদমই ভিন্ন। যশোরের মণিহার সিনেমা হলে ‘পাঠান’ সিনেমার চারটি করে শো চলবে প্রতিদিন।
এর আগে, গেল ১০ এপ্রিল সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফটার চুক্তির আওতায় নতুন করে বিদেশি চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। সেই সঙ্গে চলতি বছর সাফটার আওতায় পরীক্ষামূলকভাবে উপমহাদেশীয় ১০টি সিনেমা আমদানিকারকরা আনতে পারবেন।
এ দিকে ‘পাঠান’ সিনেমার বিপরীতে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা পাঙ্কু জামাই ভারতে রপ্তানি করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ এটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় ভিলেন রূপে দেখা যাবে জন আব্রাহামকে এবং ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান। মুক্তির পরেই বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে সিনেমাটি।
বাংলাদেশ সময়: ১৮:৪৪:১৭ ৬৩ বার পঠিত