বহুল আলোচিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নগরমাতা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জায়েদা খাতুন।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে দায়িত্বগ্রহণ করেন নবনির্বাচিত মেয়র জায়েদা। এসময় তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর তার সঙ্গে ছিলেন।
দেশের সর্ববৃহৎ ও রাজধানী লাগোয়া সিটির রাজস্ব আদায়, দীর্ঘদিনের ভোগান্তি জয়দেবপুর রেল লাইনের উপর ফ্লাইওভার নির্মাণসহ থমকে যাওয়া নানা উন্নয়নের চ্যালেঞ্জ মাথায় নিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন প্রথম এই নগরমাতা। একইসঙ্গে অভিষেক অনুষ্ঠানে ৫৭জন সাধারণ ও ১৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে দায়িত্বভার বুঝিয়ে দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
এরপর নির্বাচিত হওয়ার সাড়ে তিন মাস পর লাখো মানুষ নিয়ে বাদ্যযন্ত্রের তালে ছেলে জাহাঙ্গীর আলমের হাত ধরে নগর ভবনে প্রবেশ করেন মেয়র জায়েদা খাতুন।
দুপুরে গাজীপুর নগর ভবনের দক্ষিণে রথখোলা এলাকায় বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। দুপুর ১টার দিকে বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে সড়কে উপস্থিত হাজারো জনতার মাঝে হাত নাড়িয়ে অস্থায়ী মঞ্চে ওঠেন মেয়র জায়েদা। নাগরিক সুবিধা রক্ষাসহ থমকে যাওয়া সকল উন্নয়ন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি। তিনি বলেন, ‘সকল কাউন্সিলর ও সবাইকে নিয়ে পরিকল্পিত একটি শহর গড়ব।’
এ সময় অতীতের নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে জায়েদাপুত্র সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গণতন্ত্রের জয় হয়েছে-সেকারণেই মায়ের পাশে দাঁড়িয়ে এই শহর রক্ষায় কাজ করব।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের বাদ দিয়ে কেউ সংগঠন করবেন না। সামনে সংসদ নির্বাচন। সকলে মিলে-মিশে কাজ করতে হবে। সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো ষড়যন্ত্র নয়, চাই শেখ হাসিনার উন্নয়ন নগরবাসীকে পৌঁছে দিতে।
গত ২৬ মে অনুষ্ঠিত নির্বাচনে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৫ ৪১ বার পঠিত