শুক্রবার, ১২ মে ২০২৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে বিশাল নিয়োগ

প্রথম পাতা » চাকরি » মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে বিশাল নিয়োগ
শুক্রবার, ১২ মে ২০২৩



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে বিশাল নিয়োগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। প্রতিষ্ঠানটি তাদের ‘ল্যাব সহকারী’ ও ‘ল্যাব অ্যাটেনডেন্ট’ পদে জনবল নিয়োগ দেবে।

পদের নাম: ল্যাব সহকারী।
পদের সংখ্যা: ১৫।
বেতন স্কেল: ১০২০০ থেকে ২৪৬৮০ টাকা (গ্রেড ১৪)।
শিক্ষাগত যোগ্যতা: রসায়নে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট।

পদের সংখ্যা: ১৫
বেতন স্কেল: ৮২৫০ থেকে ২০০১০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রর্থীর বয়স: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এ ছাড়া ২০২০ সালের ২৫ মার্চ কোনো প্রার্থীর বয়স সর্বোচ্চ সীমার মধ্যে থাকলে তিনিও আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন: পরীক্ষায় অংশগ্রহণে-ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: অনলাইনে আবেদন ফরম পূরণ করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। ল্যাব সহকারী পদের ক্ষেত্রে আবেদন ফি ২০০ এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদের জন্য ১০০ টাকা।

আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১০:১১:৫৪   ৬২ বার পঠিত