শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩



সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৫৫০ পিস ইয়াবাসহ মাসুদ পারভেজ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পংকজ কান্তি সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মাহাবুব আলমের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ৩৫৫০ পিছ ইয়াবা নিয়ে মাদক কারবারি চট্টগ্রাম থেকে বিক্রয়ের জন্য ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে। এমন সংবাদ পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল নিউ টাউন এলাকার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, চট্টগ্রাম জেলার জোড়ারগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত করিম হোসেনের ছেলে মাসুদ পারভেজ।

সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম সুমন জানান, সকাল ১১ টার দিকে মেঘনা শিল্পাঞ্চল নিউটাউন শপিং কমপ্লেক্স এলাকার সামনে থেকে ৩৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:১৭   ৫৮ বার পঠিত