আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপি আগুন সন্ত্রাস করেছে, লুটপাট করেছে। সেই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করার উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। সেই থেকে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় রসুলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ নিরাপদ। বিএনপির দুঃশাসন ভুলে গেলে চলবে না। দেশের মানুষ আর ভুল করবে না। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়া অজস্র মিল-কারখানা বন্ধ করেছিলেন। হাজার হাজার মানুষ বেকার হয়েছিল। বিএনপির আমলে সার-বিদ্যুতের দাবিতে মানুষকে প্রাণ দিতে হয়েছে। আওয়ামী লীগের আমলে এদেশের মানুষ সুখে আছে।
রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রতাপ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আরও বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:২০ ৪৭ বার পঠিত