২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বজয়ের সেই রেস কাটিয়ে আবারও মাঠে নামছে লে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে লাতিন আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লড়বে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিরা।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ছয়টায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। দুর্দান্ত ছন্দে থাকা মেসিকে ঘিরেই ইকুয়েডরকে হারানোর পরিকল্পনা সাজিয়েছে দলটির কোচ লিওনেল স্কালোনি। ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলগত অনুশীলন সম্পন্ন করেছে তারা।
ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি ছাড়াও শুরুর একাদশে দেখা যেতে পারে এমিলিয়ানো মার্টিনেজ, ম্যাক অ্যালিস্টার, নিকোলাস ওটামেন্ডি, রদ্রিগো ডি পলকে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামার আগে জুনে দুইটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যেখানে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে চাইবে আলবিসেলেস্তেরা।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:৪৭ ১০১ বার পঠিত