এবারের এশিয়া কাপে এ নিয়ে টানা তিন ম্যাচে টস জিতলেন সাকিব আল হাসান। তিনবারই শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সুপার ফোরের প্রথম ম্যাচে আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেও প্রথমে ব্যাট করবে টিম টাইগার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এক পরিবর্তন রয়েছে বাংলাদেশের। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে ফিরেছেন লিটন দাস।
অন্যদিকে, একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের একাদশেও আছে এক পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ নেওয়াজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ।
এক আসর বিরতি দিয়ে আবারও এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ। যদিও গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সুপার ফোরে খেলা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। তবে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে টাইগাররা।
আগের ম্যাচে মেইক শিফট ওপেনার হিসেবে খেলতে নেমে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রশ্ন হচ্ছে আজও কি ওপেনিং করবেন মিরাজ? অবশ্য অফিশিয়াল যে টিম শিট, তাতে ওপেনিংয়ে রাখা হয়েছে তাকেই। লিটন দলে ফিরলেও তাকে রাখা হয়েছে তিন নম্বরে।
পরিসংখ্যানে পাকিস্তান অনেক এগিয়ে থাকলেও দুই দলের সর্বশেষ পাঁচ ওয়ানডের হিসাব বাংলাদেশের পক্ষে। পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ। হার শুধু লর্ডসে ২০১৯ বিশ্বকাপে দুই দলের সর্বশেষ ম্যাচে। এরপর গত চার বছরে ওয়ানডের বাংলাদেশ যেমন এগিয়েছে, পাকিস্তানও চলেছে দুর্বার গতিতে। ওয়ানডে র্যাঙ্কিংয়েই এখন তারা ১ নম্বর দল। নিজেদের সর্বশেষ ১০ ওয়ানডেতে হার মাত্র ১টিতে।
বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
বাংলাদেশ সময়: ১৫:০৮:২৮ ৪৫ বার পঠিত