বিশ্বব্যাপী চলছে ‘জওয়ান’-ঝড়। রাত পোহালেই মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি। আর সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন বাংলাদেশের শাহরুখভক্তরা।
বাংলাদেশি শাহরুখভক্তরা ‘জওয়ান’ দেখতে কতটা উন্মুখ তারই দৃষ্টান্ত হলো, সিনেমাটি দেখতে পুরো হল ভাড়া করেছেন তারা।
খবরটি নিশ্চিত করেছেন যমুনা ব্লকবাস্টারের ব্র্যান্ডিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার এ এইচ রাজু।
তিনি বলেন, “আমরা ‘জওয়ান’ সিনেমার প্রতিদিন ১৫টি শো চালাব। তার মধ্য থেকে একটি শো বুকিং করেছে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ। তারা নিজ উদ্যোগে ২৮০ সিটের হলটি ভাড়া করেছে।”
আরও জানা গেছে, ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামের একটি গ্রুপ থেকেও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আয়োজন করছে।
বাংলাদেশে শাহরুখ ভক্তদের এমন উন্মাদনার খবর পৌঁছেছে খোদ শাহরুখ খানের কাছেও। তাই টুইট করে বলেছেন, ‘বাংলাদেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ। আমি নিশ্চিত, তোমরা ছবিটা পছন্দ করবে।’
অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এ সিনেমায় প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামণির মতো তারকাদের। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
বাংলাদেশ সময়: ১৫:০৬:০১ ৪৪ বার পঠিত