জেলার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকায় যমুনা নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সমগ্রী ও আসবাবপত্র বিতরণ করা হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্্রীয় কমিটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক ২৬ পরিবারকে আসবাবপত্র ও ১৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন ।
এসবের মধ্যে রযেছে ১টি বড় তোষক, দুইটি বালিশ, ১টি চাদর, ১০ কেজি চাল, তেল, লবণ, মসুর ডাল । এরআগে গত ৩ সেপ্টেম্বর রেববার বিকেলে ওই এলাকার বন্যা কবলিত জায়গায় ভাঙ্গন রোধে বিনামূল্যে পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রায় ২ কোটি টাকার ৪০ হাজার সিসি ব্লক দেন তিনি। তার দেয়া এসব ব্লক ইছামারা, রৌদহসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে ফেলা হয়েছে।
এসময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান রবিন, কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ এবং সাধারণ সম্পাদক সোহান সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিব উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে যমুনার ভাঙ্গনে বিলীন হয়ে যায় ওই এলাকার ৬৫টি পরিবারের প্রায় ২ শতাধিক ঘর-বাড়ি ও আসবাবপত্র।
বাংলাদেশ সময়: ১৫:৫১:৩২ ৪২ বার পঠিত