সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

ফতুল্লায় বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফতুল্লায় বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



ফতুল্লায় বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফতুল্লার ভুইগড় কড়ইতলা থেকে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ মোকাররম আলী (৩৮) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩’র সদস্যরা। রবিবার রাত আটটার দিকে তাকে ফতুল্লা মডেল থানার ভুইগড় কড়ইতলা ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়ক থেকে গ্রেপ্তার করে।

এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি ও ৩ হাজার ৭শত ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৩’র সদস্যরা।

পরে তাকে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে এবং অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন র‌্যাব-৩’র সদস্যরা। গ্রেপ্তারকৃত মোকাররম আলী ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসির নগর থানার নুরপুর গোকর্ন গ্রামের মো. তোবারক আলীর পুত্র।

জানা যায়, সেংবাদের ভিত্তিতে র‌্যাব-৩’র সদস্যরা রোববার রাত সাড়ে সাতটার দিকে ভুইগড় কড়ইতলা নজরুল এন্ড ব্রাদ্রাস্ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়কের সাইনবোর্ড থেকে নারায়নগঞ্জগামী রাস্তায় তল্লাশী চৌকি বসায়।

রাত আটটার দিকে এ মোকাররম তল্লাশী চৌকির সামনে থেকে দৌড়ে সাইনবোর্ডের দিকে পালিয়ে যাওয়ার চেস্টা করলে র‌্যাব-৩’র সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে।

পরে তার পেছনে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি ও ৩ হাজার ৭শ’ ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া(পিপিএম) জানান, র‌্যাব-৩’র সদস্যরা বাদী হয়ে গ্রেপ্তারকৃত মোকাররমের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা দায়ের সহ তাকে সোপর্দ করেছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩৯   ৪২ বার পঠিত