রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩

জন্মদিনের পার্টির পর মার্টিনেজের জালে লিভারপুলের ৩ গোল

প্রথম পাতা » খেলা » জন্মদিনের পার্টির পর মার্টিনেজের জালে লিভারপুলের ৩ গোল
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



জন্মদিনের পার্টির পর মার্টিনেজের জালে লিভারপুলের ৩ গোল

প্রিমিয়ার লিগে গত মৌসুমে ভুগতে হয়েছে লিভারপুলকে। তবে দলবদলে দারুণ কয়েকটি সাইনিং বদলে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের দলকে। ড্র দিয়ে মৌসুম শুরু করলেও এরপর থেকে উড়ছেই অলরেডরা। ঘরের মাঠ অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে সহজেই হারিয়েছে লিভারপুল।

রোববার (৩ সেপ্টেম্বর) অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। লিভারপুলের পক্ষে ডমিনিক সবোস্লাই ও মোহামেদ সালাহ গোল পেয়েছেন। বাকি গোলটি ম্যাটি ক্যাশের আত্মঘাতী।

এদিন ঘরের মাঠে তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় লিভারপুল। এই মৌসুমেই লিভারপুলে যোগ দেয়া হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সবোস্লাই। অ্যালেক্সান্ডার আর্নল্ডের ক্রস থেকে গোলটি করেন তিনি।

২২ মিনিটে আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের দল। গতকাল ৩১ বছর পূর্ণ করা মার্টিনেজকে তিক্ততা উপহার দেন ম্যাটি ক্যাশ। নিজেদের জালেই বল জড়িয়েছেন এই সেন্টারব্যাক। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতির পর গোল পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে। ডারউইন নুনেজের পাস থেকে গোল করে জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন মোহামেদ সালাহ। এই নিয়ে লিভারপুলের হয়ে আলাদা আলাদা ১৫০ ম্যাচে গোল করলেন এই মিশরীয়। লিভারপুলের হয়ে সবশেষ ১০ ম্যাচেই গোল বা অ্যাসিস্ট করেছেন ‘ফারাও’ খ্যাত এই তারকা।

গত মৌসুমের শেষের দিকে নিজেদের খুঁজে পাওয়ার পর থেকেই উড়ছে লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দল টানা ১৫ ম্যাচে অপরাজিত আছে। প্রিমিয়ার লিগে এই মুহূর্তে এর চেয়ে বেশি ম্যাচে অপরাজিত নেই আর কোনো দল। এ সময়ে ১০ ম্যাচে জয়ের পাশাপাশি বাকি ৫ ম্যাচে ড্র করেছে অলরেডরা।

এই জয়ে চার ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে উঠে এসেছে লিভারপুল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪০   ৩৬ বার পঠিত