প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা এবং আওয়ামীলীগ আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে পেরেছে।
মন্ত্রী শুক্রবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত যৌথ কর্মীসভায় প্রধান অথিতির বক্তব্যে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই দেশের হাল ধরে আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মন্ত্রী দেশের উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীসহ জনগনের প্রতি আহ্বান জানান।
ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আছলম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইসমাইল আলী, সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামসুল আলম, সুভাষ চন্দ্র পাল ছানা, সাংগঠনিক সম্পাদক জামাল ঊদ্দিন, ফরিদ আহমদ শামীম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। সভায় দলের বিপুল নেতাকর্মী উপস্থিহত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৫৩:০০ ৪০ বার পঠিত