বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

শাকিব-অপু-বুবলী ইস্যুতে মুখ খুললেন ডিপজল

প্রথম পাতা » ছবি গ্যালারি » শাকিব-অপু-বুবলী ইস্যুতে মুখ খুললেন ডিপজল
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



শাকিব-অপু-বুবলী ইস্যুতে মুখ খুললেন ডিপজল

ঢালিউডের জনপ্রিয় তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ যেমন দর্শক। ঠিক তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চায় থাকেন তারা। এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলন করে সবাইকে জানান দিয়েছেন তাদের ব্যক্তিগত বিষয়াদি নিয়ে। তবে তাদের এই কাদা-ছোড়াছুড়ি কিছুটা সময়ের জন্য বন্ধ হলেও সম্প্রতি ফের শুরু হয়েছে।

তার কারণ মঙ্গলবার (৯ মে) রাতে শাকিব খানের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার। এটি প্রকাশিত হওয়ার পর থেকে চলছে আলোচনা-সমালোচনা। প্রথমে কিছুটা নিরবতা পালন করলেও বুধবার (১০ মে) সকালে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে শাকিব ও তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা চিত্রনায়িকা শবনম বুবলী। তার লেখায় উঠে এসেছে নানান তথ্য। সেখান থেকে পাঁচটি প্রশ্নও রেখেছেন শাকিব খানের কাছে।

অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গেও শাকিবের ঠিক একই ঘটনা ঘটনায় বেশ বির্তক তৈরী হয়েছিল। বুবলীর সঙ্গে শাকিবের ঘটনা প্রকাশ পাওয়ার পর তা রীতিমতো রেষারেষিতে রূপ নিয়েছিল। যদিও এখন কিছুটা কম। আর বর্তমানে অপু বিশ্বাস রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে সাম্প্রতিক বিষয়ে কোনো কিছুই বলেনি নি তিনি। কিন্তু এবার এই ইস্যুতে মুখ খুললেন খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

বেশির ভাগ সময়ই বুবলী হোক কিংবা প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস, উভয় ইস্যুতেই কটাক্ষের শিকার হয়েছেন শাকিব খান। এবার অপু-বুবলীকে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চুপ থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। তার মতে, ব্যক্তিগত বিষয়গুলো একান্ত নিজেদের মধ্যেই রাখা উচিত। প্রকাশ্যে আনা ঠিক হচ্ছে না।

মঙ্গলবার (৯ মে) নিজ বাড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিপজল। সেখানেই নানান প্রসঙ্গের মাঝে উঠে আসে চলমান শাকিব-বুবলীর ইস্যুটি। এ সময় শাকিবের জন্য একপ্রকার ঢাল হিসেবে অবতীর্ণ হলেন ডিপজল! বলেছেন, ‘শাকিব যদি আরও বিয়ে করে রাখতে পারে, তাহলে এটা তার ব্যাপার। আর মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে, তারাও তো একাধিক বিয়ে করে, তাহলে দোষের কী? তার যথেষ্ট সামর্থ্য আছে বিয়ে করে খরচ দেয়ার। তার ব্যক্তিগত এসব নিয়ে কথা বলা, মাখামাখি, বদনাম বন্ধ করা উচিত। বরং শাকিবকে একটু ভালো পরামর্শ দেয়া উচিত। যাতে তার আরও ভালো কিছু করার থাকে।’

অপু-বুবলীর উদ্দেশে ডিপজলের মন্তব্য, ‘অপু-বুবলীর কাছে রিকোয়েস্ট, তোমরা চুপচাপ থাকো। কোনো কিছু হলেই মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে লোকজনকে জানালে তারা আমাদেরই খারাপ জানবে। চুপ থাকো।’

এছাড়া ডিপজল শাকিব খানের অভিনয়ের বিষয়ে বলেন, ‘নায়ক শাকিব খান সৃষ্টির পেছনে আমার হাত আছে। তার জন্ম হয়েছে আমার সিনেমা ‘কোটি টাকার কাবিন’র মাধ্যমে। তার আগেও শাকিব আমার প্রডাকশনের সিনেমা করেছে। সবমিলিয়ে সে আমার ২০টির বেশি সিনেমায় কাজ করেছে। ফিল্মে একজন শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। সে অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে। তাই নায়ক শাকিব খান আর ব্যক্তি শাকিব খান দুটো আলাদা বিষয়। আমি চাই এসব ব্যক্তিগত বিষয় দ্রুত শেষ হয়ে যাবে। শাকিব সিনেমায় নিয়মিত হবে।’

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্ম হয়। সেই ছেলেকে নিয়ে ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে-সন্তানের খবর প্রকাশ করেন অপু।

একই ঘটনা ঘটে বুবলীর ক্ষেত্রেও। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। আগের মতো এই বিয়েও থাকে গোপন। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। অনেকটা অপুর কায়দায় ২০২২ সালের সেপ্টেম্বরে সন্তানসহ বিয়ের খবর প্রকাশ্যে আনেন বুবলী। মাধ্যম হিসেবে বেছে নেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

বাংলাদেশ সময়: ১২:৪০:৩৭   ৮৬ বার পঠিত