বুধবার, ৩০ আগস্ট ২০২৩

ইজিবাইকচালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » খুলনা » ইজিবাইকচালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



ইজিবাইকচালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইজিবাইকচালক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, যশোর জেলার চাচড়া রায়পাড়ার আব্দুস ছালামের ছেলে ফজলুর রহমান, ঠাকুরগাঁও জেলার মাধবপুর গ্রামের শ্রী গণেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী দিপক কুমার রায় ও গোপালগঞ্জ জেলার গাড়ইগাত গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান মোল্লা। এরমধ্যে ফজলুর রহমান পলাতক রয়েছেন। মামলার আরেক পলাতক আসামি পিরোজপুর জেলার সেউতিবাড়ীয়া গ্রামের মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদারকে দুই বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার অন্য দুই আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার ইয়ামিন আলীর ছেলে মোহাম্মদ দিলন ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়।

নিহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ আগস্ট বিকেলে দামুড়হুদার পরানপুর মাঠের একটি বেগুন খেতে ইজিবাইকচালক জহুরুল ইসলামকে গলা কেটে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মামলাটি গভীর তদন্ত শেষে একই বছর ৩০ নভেম্বর ছয়জনকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপপরিদর্শক আরিফুর রহমান। পরে ৯ জনের সাক্ষী গ্রহণ শেষে বুধবার দুপুরে এ রায় দেন বিচারক।

রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত। তাদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩২   ১০৪ বার পঠিত