ঢাকা, ২৯ আগস্ট, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এর সভাপতিত্বে ৩২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো: আব্দুল মজিদ খান, গ্লোরিয়া ঝর্ণা সরকার, সেলিম আলতাফ জর্জ এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন।
বিগত ৩১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ১৫ আগষ্টে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাসহ সকল পর্যায়ের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
বৈঠকে কমিটির সার্বিক কার্যক্রমের উপর প্রস্তুতকৃত খসড়া রিপোর্ট উপস্থাপন করা হয় এবং মামলা দ্রুত নিষ্পত্তিসহ মামলার জট কমানোর বিষয়ে আইন কমিশন কর্তৃক প্রতিবেদন উপস্থাপনপূর্বক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিচারকের স্বল্পতার কারণে বিচারিক দীর্ঘসূত্রিতা ও মামলার জটের বিষয়ে আইন কমিশন কর্তৃক সুপারিশ সম্বলিত প্রতিবেদন কমিটির নিকট তুলে ধরা হয়।
বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:১৪:৪৪ ৪৫ বার পঠিত