সোমবার, ২৮ আগস্ট ২০২৩

বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই বাবু গ্রেপ্তার

প্রথম পাতা » চট্রগ্রাম » বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই বাবু গ্রেপ্তার
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই বাবু গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে সোনাইমুড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন বাবুকে (৩৫)।

পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, বাবু গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত বাবু বাংলাদেশের আলোচিত বিসমিল্লাহ গ্রুপ, বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা কেলেঙ্কারির মামলার অন্যতম আসামি ও বিডি সফটের কথিত এমডি।

বাংলাদেশ সময়: ১৩:০৯:২৪   ১০০ বার পঠিত