নিউইয়র্কে প্রদর্শিত হলো বাংলাদেশ থিয়েটার অব আমেরিকার (বিটিএ) নাটক ‘একটি চুরির গপ্পো’। ইতালির নোবেলজয়ী নাট্যকার দারিও ফোর ‘দ্য ভার্চুয়াল বার্গলার’ অবলম্বনে নাটকটি রূপান্তর করেছেন আনিকা মাহিন একা। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। এটি দলের ৩৭তম প্রযোজনা।
স্থানীয় সময় গত শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকটি সম্পর্কে নির্দেশক রোকেয়া রফিক বেবী বলেন, নাট্যকার দারিও ফোর একটি বিখ্যাত প্রহসন ‘দ্য ভার্চুয়াল বার্গলার।’ আনিকা মাহিন একা নাটকটিকে সহজভাবে বাংলায় ভাষায় রূপান্তর করেছেন। নাটক শুরু হয়েছে একজন ক্লাউনের সংলাপ থেকে। এরপর পর্যায়ক্রমে ওঠে আসে নানান চরিত্র। নাটকটির ভাজে ভাজে আছে চমক। নাটকের ডিজাইন দাঁড় করাতে যারা আমাকে সাহায্য করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই এবং শুধুমাত্র নাট্যপ্রেম আর ক্ষ্যাপামিই সম্ভব করেছে নাটকটিকে মঞ্চের আলো দেখানো।
বাংলাদেশ থিয়েটার অব আমেরিকার সিনিয়র সদস্য ও নাটকের অভিনেতা ফজলুল কবীর বলেন, যদিও দীর্ঘ বিরতির পর আমরা মঞ্চে নাটক আনলাম। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। আমি একসময় প্রয়াত নাট্যজন এস এম সোলায়মানের সাথে কাজ করেছি। এ নাটকটি তার কন্যা আনিকা মাহিন একার লেখা। আর মেয়ের লেখা নাটক নির্দেশনা দিয়েছেন মা রোকেয়া রফিক বেবী।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর চঞ্চল, স্বপ্না কাওসার, ফজলুল কবীর, শারমীন রেজা ইভা, রোকেয়া রফিক বেবী ও ফারুক আজম।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:১৩ ৪৭ বার পঠিত