রবিবার, ২৭ আগস্ট ২০২৩

ট্রেন দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত

প্রথম পাতা » চট্রগ্রাম » ট্রেন দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



ট্রেন দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঁচজনকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, রোববার দুপুরে পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, রোববার দুপুরে থানার একটি টহল টিমকে বহনকারী পিকআপ ভ্যানকে চট্টগ্রামমুখি সোনার বাংলা ট্রেন ধাক্কা দেয়। এ সময় পিকআপভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন ও ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুজন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, আহত অবস্থায় একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৩৭   ৫৬ বার পঠিত