রবিবার, ২৭ আগস্ট ২০২৩

ঢাকায় আফগানিস্তানের ফুটবলাররা

প্রথম পাতা » খেলা » ঢাকায় আফগানিস্তানের ফুটবলাররা
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



ঢাকায় আফগানিস্তানের ফুটবলাররা

আগামী মাসে আফগানিস্তান ফুটবল দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে শনিবার (২৬ আগস্ট) মধ্যরাতে ঢাকায় পা রেখেছে আফগানরা।

অক্টোবরে বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ। বাছাইকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর, দ্বিতীয় ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্থার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। তাই এ ভেন্যুতে খেলতে পারছেন না জামাল ভূঁইয়ারা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি তাই অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে।

আর্জেন্টিনার সোল দে মায়োর সঙ্গে চুক্তি করায় জামাল ভূঁইয়া এখন বাংলাদেশে নেই। আগামী ৩০ আগস্ট জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম ম্যাচটি এ বছরের ১২ অক্টোবর ও দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৫:২২:৫১   ৪১ বার পঠিত