ঢাকায় আফগানিস্তানের ফুটবলাররা

প্রথম পাতা » খেলা » ঢাকায় আফগানিস্তানের ফুটবলাররা
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



ঢাকায় আফগানিস্তানের ফুটবলাররা

আগামী মাসে আফগানিস্তান ফুটবল দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে শনিবার (২৬ আগস্ট) মধ্যরাতে ঢাকায় পা রেখেছে আফগানরা।

অক্টোবরে বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ। বাছাইকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর, দ্বিতীয় ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্থার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। তাই এ ভেন্যুতে খেলতে পারছেন না জামাল ভূঁইয়ারা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি তাই অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে।

আর্জেন্টিনার সোল দে মায়োর সঙ্গে চুক্তি করায় জামাল ভূঁইয়া এখন বাংলাদেশে নেই। আগামী ৩০ আগস্ট জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম ম্যাচটি এ বছরের ১২ অক্টোবর ও দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৫:২২:৫১   ৩৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ