ইউটিউবে ঝড় তুলেছে সৈকত সাদিক পরিচালিত নাটক ‘কাজের মেয়ে রাজরানী’। প্রকাশের মাত্র নয়দিনে কোটিরও বেশি মানুষ দেখেছে নাটকটি।
নাটকটির গল্প লিখেছেন অর্নব জাকির। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরহি মিম ও মিরাজ খান।
নাটকের পরিচালক সৈকত সাদিক জানান, গত ১৬ আগষ্ট ‘কাজের মেয়ে রাজরানী’ নাটকটি নাটক বাড়ি ইউটিউব চ্যানেলে রিলিজ হয়। এরপর থেকে নাটকটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। মাত্র দশ দিনে দশ মিলিয়ন ভিউয়ের পাশাপাশি তিন হাজারেরও বেশি মানুষ কমেন্টে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
নাটকের ইউটিউব কমেন্টে বক্সে রাকিব হাসান নামের একজন দর্শক লিখেছেন, মন ছুয়ে যাওয়ার মতো একটি নাটক। অসাধারণ গল্প। আখি আক্তার আরেক দর্শক লিখেছেন, কাজের মেয়ে রাজরানী নাটকের দ্বিতীয় পার্ট চাই!
বাংলাদেশ সময়: ১৫:৫৭:১২ ৯৮ বার পঠিত