শনিবার, ২৬ আগস্ট ২০২৩

মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ শাহজাহানের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » চট্রগ্রাম » মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ শাহজাহানের মরদেহ উদ্ধার
শনিবার, ২৬ আগস্ট ২০২৩



মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ শাহজাহানের মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. শাহজাহানের (৪০) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টায় স্থানীয় জেলেদের সহায়তায় হাতিয়ার আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। সে দিনমজুরের কাজ করত।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মরদেহটি তমরদ্দি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে হস্তান্তর করবে।

উল্লেখ্য, শুক্রবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ৩টায় হাতিয়ার চর-আতাউর সংলগ্ন মেঘনা নদীতে যাত্রী পারাপারের সময় ঢেউয়ের ধাক্কায় একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় পাশে থাকা অন্য নৌকার মাঝিদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও মো. শাহজাহান (৪০) নামে একজনের তাৎক্ষণিক কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:২৮:১২   ৬৯ বার পঠিত