বুধবার, ২৩ আগস্ট ২০২৩

সোনারগাঁও থেকে কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » সোনারগাঁও থেকে কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



সোনারগাঁও থেকে কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি চক্রের মূলহোতা মো. আব্দুল করিমকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ আগস্ট) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিমে গঙ্গানগর পুলিশ চেকপোস্টের সামনে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি চক্রের মূলহোতা আব্দুল করিমকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। এসময় তার এক সহযোগী সেলিনা বেগম ওরফে শিউলিকেও (৪০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজাসহ নগদ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর ছদ্মবেশে সীমান্ত এলাকা থেকে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কেনাবেচা করতেন তারা। বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের আড়ালে তারা এসব মাদক পাচার করতেন। গ্রেপ্তারের সময়ও তাদের কাছ থেকে শুকনা বড়ই পাওয়া যায়। এগুলোর আড়ালে গাঁজা পাচার করে আসছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২৫   ৪৩ বার পঠিত