বুধবার, ২৩ আগস্ট ২০২৩

ভোলায় ৫০ হাজার তালের বীজ রোপণ করা হচ্ছে

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভোলায় ৫০ হাজার তালের বীজ রোপণ করা হচ্ছে
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



ভোলায় ৫০ হাজার তালের বীজ রোপণ করা হচ্ছে

জেলায় ৫০ হাজার তাল গাছের বীজ রোপণ করা হচ্ছে। বন বিভাগের উদ্যোগে উপকূলীয় এলাকায় বর্জপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকবেলায় ইতোমধ্যে বীজ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। বন বিভাগের জেলার ৭টি রেঞ্জ এলাকা ও বন সম্প্রসারণ কেন্দ্রে এসব তাল বীজ রোপণ চলছে। সংশ্লিষ্ট বিট অফিসাররা তালের চারার পরিচর্যার বিষয়টি দেখবাল করবেন।
ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: মনিরুজ্জামান বাসস’কে জানান, তালের বীজ রোপণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বেশি বীজ লাগানো হচ্ছে। এছাড়া বিভিন্ন সড়কের পাশেও বপন হচ্ছে তালের বীজ। দেশীয় প্রজাতির এসব তালের বীজ থেকে ১৫-২০ দিনের মধ্যেই চারা তৈরি হয়।
তিনি আরো জানান, বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ, দৌলতখান রেঞ্জ, লালমোহন, চরফ্যাশন, চর কুকরী-মুকরী, ঢালচর ও মনপুরা রেঞ্জ এলাকা ও বন সম্প্রসারণ কেন্দ্রে এসব বীজ রোপণ চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে কার্যক্রম শেষ হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৪৪   ৪৮ বার পঠিত