নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহির খান (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১০। মঙ্গলবার ভোরে আদমজী ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার অপহরণ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার পিতার নাম সুলতানখান। সে সিরাজদিখান থানার বাসাইল গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, অপহরণ ও ধর্ষণ মামলা রুজুর পর থেকে জহির খান নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২২:২১ ৫৭ বার পঠিত