নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের নং ৫ ওয়ার্ডের হামছাদী রামভদ্রের বাঘ জামান হাজী বাড়ি হইতে পিয়ার আলীর বাড়ি পর্যন্ত ৩৩০ ফুট আর সি সি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার কাজের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ মোহাম্মদ আলী মেম্বার, জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার,বৈদ্যের বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার খন্দকার নজরুল, বৈদ্যের বাজার ইউনিয়ন ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম হাকি, সোনারগাঁ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা হারুন-অর রশিদ আপনসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।
একই দিনে বিকালে নোয়াগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় হাজী হারুন অর রশিদের বাড়ি হইতে আজিজুর এর বাড়ি পযর্ন্ত ৩৬০ ফুট ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির সরকার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হাসান মেম্বার, রিয়াজ ফকির মেম্বার, নাছির উদ্দীন মেম্বার, মনির মেম্বার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:১৭:২৩ ৫০ বার পঠিত