মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে গ্রেনেড হামলা হ‌য়ে‌ছিল: হানিফ

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে গ্রেনেড হামলা হ‌য়ে‌ছিল: হানিফ
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে গ্রেনেড হামলা হ‌য়ে‌ছিল: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ২১ আগস্ট গ্রেনেড হামলার লক্ষ্য ছিল আওয়ামী লী‌গের সভাপ‌তি ও তৎকালীন বি‌রোধীদলীয় নেত্রী শেখ হা‌সিনা‌কে হত্যা করা। একই স‌ঙ্গে সিনিয়র নেতাদের হত্যার মাধ্যমে একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য ক‌রেন তিনি। ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

মাহবুব উল আলম হানিফ ব‌লেন, গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- ২১ আগস্ট গ্রেনেড হামলায় যাদের আসামি করা হয়েছে, তারা নাকি এর সাথে জড়িত নয়। তার এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। অথচ তি‌নি নাকি আগে শিক্ষক ছিলেন। কোথায় শিক্ষক ছিলেন, আমি তা জানি না। একজন শিক্ষক এত নির্লজ্জ মিথ্যাবাদী হতে পারে, আমি তা আগে কখনো দেখিনি! উনি একটা প্যাথোলজিক্যাল লায়ার।

আওয়ামী লী‌গের এ যুগ্ম সাধারণ সম্পাদক ব‌লেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে একই সূত্রে গাঁথা ২০০৪ সালের ২১ আগস্ট। এটা বর্বোরচিত গ্রেনেড হামলা, এটা পৃথিবীর ইতিহাসে আরেকটি ন্যক্কারজনক ঘটনা। বাঙালি জাতির জন্য এটি একটি কলঙ্কময় দিন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৪১   ৫৫ বার পঠিত