বুধবার, ১০ মে ২০২৩

নির্মাণাধীন ভবনে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারি » নির্মাণাধীন ভবনে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ
বুধবার, ১০ মে ২০২৩



নির্মাণাধীন ভবনে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

হিলিতে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই বাওনা গ্রামে একটি নির্মাণাধীন ভবনের একটি কক্ষ থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সায়েম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, নিহত সাইফুল (৪৫) ধান-চাল ব্যবসায়ী ছিলেন। তার সঙ্গে পরিবারে কোনো ঝামেলা না থাকলেও ব্যবসা চালাতে গিয়ে কিছু ঋণের মধ্যে পড়েন। সে কারণেই হয়তো আত্মহত্যা করেছেন এমন ধারণা পরিবারের লোকজনের।

তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে, এটা হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪০:০৭   ৫৩ বার পঠিত