মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

দুই শতাধিক কৃষকের মুখে হাসি ফোটালেন বদরগঞ্জের ইউএনও

প্রথম পাতা » ছবি গ্যালারি » দুই শতাধিক কৃষকের মুখে হাসি ফোটালেন বদরগঞ্জের ইউএনও
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



দুই শতাধিক কৃষকের মুখে হাসি ফোটালেন বদরগঞ্জের ইউএনও

রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম স্কুলপাড়ার সংলগ্ন গ্রামের দুই শতাধিক কৃষকের মুখে হাসি ফোটালেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সাঈদ।

সোমবার (২১ আগস্ট) প্রায় ২৫০ একর জমির জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করে স্থানীয় কৃষকদের চিন্তু দূর করেন তিনি।

জানা যায়, আবাদি জমির ঊর্বরতা রক্ষা এবং ফসলের জলাবদ্ধতা নিরসনে কুতুবপুর ইউনিয়নের নাটারাম স্কুলপাড়া সংলগ্ন গ্রামের বেশকিছু পরিবার প্রায় ২৫ বছর আগে নিজস্ব উদ্যোগে একটি নালা খনন করেন।

নালাটির কিছু অংশ ভরাট করার কারণে প্রায় ২৫০ একরের মতো আবাদি কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষর দিয়ে অভিযোগ করেন কৃষকরা।

নালার মাটি অপসারণের কাজ করছেন কয়েকজন।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় বিকেল চারটার দিকে সহকারী কমিশনার (ভূমি) কাশপিয়া তাসরিন ঘটনাস্থলে গিয়ে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করেন। বর্তমানে নালাটি দিয়ে পুনরায় পানি প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কাশপিয়া তাসরিন বলেন, কৃষি নির্ভর বাংলাদেশের প্রাণ এই কৃষি, সেখানে এরকম ঘটনা সত্যি অনাকাঙ্ক্ষিত। তাই সংবাদ পাওয়া মাত্রই ইউএনও স্যারের নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। বর্তমানে নালাটি দিয়ে পুনরায় পানি প্রবাহিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে, এক ইঞ্চি কৃষি জমিও অনাবাদি থাকবে না! এই অনুশাসন বাস্তবায়নে নালার বদ্ধ অংশের প্রতিবন্ধকতা অপসারণ করা হয় এবং নালাটির সংশ্লিষ্ট অংশ পুনঃখনন করা হয়।

তিনি আরো বলেন, কৃষকদের স্বার্থ সবার আগে।

বাংলাদেশ সময়: ১১:৫৩:৫৭   ৫১ বার পঠিত