ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র ও সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত আলাদা অফিস আদেশে এ বদলি করা হয়।
ডিএমপির লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলীকে ডিবি সাইবার ক্রাইম (দক্ষিণ) বিভাগে, দক্ষিণখান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খানকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে এবং সিআরও নিরস্ত্র পুলিশ পরিদর্শক সংযুক্ত এক সাইদুল হক ভূঁইয়াকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া লাইনওআর’র সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান এবং বিনোদ বিহারী পালকে ডিএমপির পিওএম- পূর্ব বিভাগে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:২৪:০৫ ৪৭ বার পঠিত