সোমবার, ২১ আগস্ট ২০২৩

বঙ্গবন্ধু পরিবারের রক্তে খুনি জিয়া ও তার পরিবারের হাত রঞ্জিত : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » বঙ্গবন্ধু পরিবারের রক্তে খুনি জিয়া ও তার পরিবারের হাত রঞ্জিত : সংস্কৃতি প্রতিমন্ত্রী
সোমবার, ২১ আগস্ট ২০২৩



বঙ্গবন্ধু পরিবারের রক্তে খুনি জিয়া ও তার পরিবারের হাত রঞ্জিত : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকা-ের পরিকল্পনাকারী জিয়াউর রহমানের হাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের ১৮ জন সদস্যের রক্তে রঞ্জিত হয়েছিল।
তিনি আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চ সংলগ্ন প্রাঙ্গণে ২১ আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলার বার্ষিকীতে ‘২১ আগস্ট একটি বর্বরোচিত নিধনযজ্ঞ’ শীর্ষক আলোকচিত্র ও পাবলিক আর্ট প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিন দিনব্যাপী (২১-২৩ আগস্ট) একাডেমি আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের ৩০ বছর পর ২০০৪ সালের এই দিনে ভয়াবহ গ্রেনেড হামলায় শেখ হাসিনা সহ কয়েক’শ দলীয় নেতাকর্মীর রক্তে রঞ্জিত হয় খুনি জিয়ার স্ত্রী ও তার পুত্রের হাত। এ হামলায় নিহত হয়েছেন ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মী।
সারাদেশের ৬৪ জেলায় ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে যাতে এই প্রর্দশনী থেকে তরুণ প্রজন্ম ২১ আগস্টের ঘৃণ্য হামলা সম্পর্কে জানতে পারে।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২১ আগস্টের ভয়াল হামলা সম্পর্কে অনুভূতি জানান আলোকচিত্রী মীর ফরিদ এবং শিল্পী ও কিউরেটর অভিজিৎ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৭   ৬৯ বার পঠিত