সোমবার, ২১ আগস্ট ২০২৩

সরিষাবাড়ীতে ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » সরিষাবাড়ীতে ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত
সোমবার, ২১ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত হয়েছে। সোমবার(২১ আগস্ট) সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা এডঃ মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় অবস্থিত আওয়ামী লীগের পুরাতন কার্যালয়ের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু ও গ্রেনেট হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে তাদের স্মৃতি স্মরণে এক মিনিট দাড়িয়ে সকলেই নীরবতা পালন করে এবং বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

এ সময় জেলা পরিষদের সদস্য প্রভাষক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আ’লীগ নেতা মোস্তাক, পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙাসহ সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র নেতৃত্ব দলীয় কার্য্যালয় থেকে একটি শোক র্র্যালী বের করা হয় উপজেলা মডেল মসজিদের সম্মুখে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৫   ৫৬ বার পঠিত