হিউম্যান রাইটস ওয়াচের একটি নতুন প্রতিবেদনে সৌদি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ইয়েমেনি সীমান্তে অভিবাসীদের গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শত শত মানুষকে, যাদের মধ্যে অনেকেই ইথিওপিয়ান যারা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছায়, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। খবর বিবিসির।
অভিবাসীরা বলেছেন, গুলির আঘাতে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন তারা।
সৌদি আরব এর আগে পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
হিউম্যান রাইটস ওয়াচে (এইচআরডব্লিউ) ‘তারা আমাদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়েছে’ শীর্ষক রিপোর্টে অভিবাসীদের স্পষ্ট সাক্ষ্য রয়েছে, যারা বলেছেন, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের উত্তর সীমান্তে সৌদি পুলিশ এবং সৈন্যের দ্বারা গুলি করেছে এবং কখনো কখনো বিস্ফোরক অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে।
বিবিসি দ্বারা পৃথকভাবে যোগাযোগ করা অভিবাসীরা ভয়ংকর রাতের ক্রসিংয়ের কথা বলেছেন। তেল সমৃদ্ধ রাজ্যে কাজের সন্ধানে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় অনেক মহিলা এবং শিশুসহ ইথিওপিয়ানদের একটি বড় দল আগুনের শিকার হয়েছিল।
২১ বছর বয়সী মোস্তফা সুফিয়া মোহাম্মদ বিবিসিকে বলেন, ‘শুটিং চলতেই থাকে।’
তিনি বলেন, ‘গত বছরের জুলাই মাসে সীমান্ত পেরিয়ে লুকিয়ে ঢোকার চেষ্টা করার সময় তাদের ৪৫ জন অভিবাসীর দলে কয়েকজন নিহত হয়।
’আমি লক্ষ্যও করিনি যে আমাকে গুলি করা হয়েছে,’ তিনি বলছিলেন, ‘কিন্তু আমি যখন উঠে হাঁটার চেষ্টা করি তখন আমার পায়ের একটি অংশ আমার সঙ্গে ছিল না।’
এটা ছিল চোরাকারবারিদের হাতে বিপদ, অনাহার এবং সহিংসতায় ভরা তিন মাসের যাত্রার একটি নৃশংস, বিশৃঙ্খলতার শেষ।
কয়েক ঘণ্টা পরে শুট করা একটি ভিডিওতে দেখা যায় ,তার বাম পা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। মুস্তাফার পা হাঁটুর নিচে কেটে ফেলা হয়েছিল এবং এখন ইথিওপিয়াতে তার পিতামাতার সঙ্গে তিনি ক্রাচ এবং একটি অপ্রয়োজনীয় কৃত্রিম অঙ্গ নিয়ে হাঁটেন।
’‘আমি সৌদি আরবে গিয়েছিলাম কারণ আমি আমার পরিবারের জীবনকে উন্নত করতে চেয়েছিলাম,’ দুই সন্তানের বাবা বলেন। ‘কিন্তু আমি যা আশা করেছিলাম তা পূরণ হয়নি। এখন আমার বাবা-মা আমার জন্য সবকিছু করেন’ বলেন তিনি।
‘মৃত্যুপুরী’
কিছু জীবিত ব্যক্তির মধ্যে গভীর আঘাতের লক্ষণ দেখা যাচ্ছে।
কী ঘটেছিল সে সম্পর্কে কথা বলতে জাহরা খুব কমই ইয়েমেনের রাজধানীতে নিজেকে আনতে পারে।
সে বলে তার বয়স ১৮, কিন্তু দেখতে তার চেয়ে কম। বিবিসি তার পরিচয় রক্ষার জন্য আসল নাম ব্যবহার করেনি।
তার যাত্রা, যার জন্য ইতিমধ্যেই প্রায় আড়াই হাজার ডলার মুক্তিপণ এবং ঘুষ খরচ হয়েছিল, সীমান্তে বুলেটের শিলাবৃষ্টিতে শেষ হয়েছিল।
একটি বুলেট এক হাতের সব আঙুল কেড়ে নেয়। তার আঘাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি দূরে তাকান এবং উত্তর দিতে পারেন না।
বাংলাদেশ সময়: ১১:৫১:৪৭ ৫৬ বার পঠিত