মঙ্গলবার, ৯ মে ২০২৩

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ
মঙ্গলবার, ৯ মে ২০২৩



শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ

ঢাকা, ০৯ মে ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে একাদশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ-কে শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি উপস্থিত ছিলেন। এছাড়া, শপথ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:০০   ৭৯ বার পঠিত