১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে দশটায় শহরের ২নং রেল গেটস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে ফুল দিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কাউন্সিলরগণ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৮ ৪২ বার পঠিত