মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে : আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্রগ্রাম » বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে : আইনমন্ত্রী
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে :  আইনমন্ত্রী

বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রেলওয়ে স্টেশনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলেচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কমিশন গঠন করা হবে। আমরা সেই আইনের ড্রাফট করে ফেলেছি। বঙ্গবন্ধুর খুনিদের দুজন বিদেশে অবস্থান করছেন। একজন আমেরিকায়, একজন কানাডায়। আমরা চেষ্টা করছি তাদের আনতে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৩৬   ৫৪ বার পঠিত