মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরাজয়ের গ্লানি মোচনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে।
তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পরপরই বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তি সংগ্রামের ডাক দেন। তাঁর স্বপ্ন ছিল এদেশের স্বাধীনতা ও দ্বিতীয় স্বপ্ন এদেশের মানুষের মুক্তি। পরবর্তীতে তিনি সবুজ বিপ্লবের কর্মসূচি শুরু করেন এবং দেশ পূনর্গঠনের কাজ শুরু করেন।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এর আগে তিনি শিশুদের নিয়ে শিশু একাডেমি প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, খুনী জিয়াউর রহমান ছিল এই হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী। ক্ষমতায় এসে তিনি ইনডেমিনিটি আধ্যাদেশ জারি করে হত্যার বিচারের পথ বন্ধ করে দেয়। পৃথিবীতে অনেক রাষ্ট্র নায়কদের হত্যা করা হয়েছে, কিন্তু পরিবারের সদস্যদের হত্যা করে নাই। বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যদের নেতৃত্বে যাতে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতার মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা ঘুরে দাঁড়াতে না পারে সেজন্য সপরিবারে তাঁদের হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে বিশেষ বক্তৃতা করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব মো. ওয়াহিদুজ্জামান, শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন ও ডিএনএ অধিদপ্তরের মহাপরিচালক ড. পারভেজ রহমানসহ মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৫:১২:০১ ৪১ বার পঠিত