রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তোলার বিষয়ে দক্ষিণ কোরিয়ার আরও সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক ড. মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী কোরিয়ার সহযোগিতা চান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দেশটির উন্নয়ন মডেলের প্রশংসা করে বলেন, এ মডেল কোরিয়াকে একটি উন্নত দেশে পরিণত করেছে। এ মডেল বাংলাদেশসহ অনেক দেশের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।
ড. মোমেন সম্প্রতি বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি (সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়) উল্লেখ করে রাষ্ট্রদূতকে জানান, এ নীতি অনুসরণ করে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক আউটলুকসহ সব কূটনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করছে।
মোমেন রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১২:৩১:৪৩ ৩৯ বার পঠিত