রপ্তানিমুখী অর্থনীতি গড়তে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চান মোমেন

প্রথম পাতা » ছবি গ্যালারি » রপ্তানিমুখী অর্থনীতি গড়তে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চান মোমেন
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



রপ্তানিমুখী অর্থনীতি গড়তে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চান মোমেন

রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তোলার বিষয়ে দক্ষিণ কোরিয়ার আরও সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক ড. মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী কোরিয়ার সহযোগিতা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দেশটির উন্নয়ন মডেলের প্রশংসা করে বলেন, এ মডেল কোরিয়াকে একটি উন্নত দেশে পরিণত করেছে। এ মডেল বাংলাদেশসহ অনেক দেশের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।

ড. মোমেন সম্প্রতি বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি (সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়) উল্লেখ করে রাষ্ট্রদূতকে জানান, এ নীতি অনুসরণ করে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক আউটলুকসহ সব কূটনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করছে।

মোমেন রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১২:৩১:৪৩   ৩৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা
নতুন বছরে যে পাঁচটি সিরিজ অবশ্যই দেখবেন
সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড় ও মদ জব্দ করেছে বিজিবি



আর্কাইভ