সোমবার, ১৪ আগস্ট ২০২৩

হজে না পাঠিয়ে ৪৪ জনের টাকা আত্মসাৎ, এজেন্সির মালিক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » হজে না পাঠিয়ে ৪৪ জনের টাকা আত্মসাৎ, এজেন্সির মালিক গ্রেফতার
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



হজে না পাঠিয়ে ৪৪ জনের টাকা আত্মসাৎ, এজেন্সির মালিক গ্রেফতার

হজ গমনেচ্ছু ৪৪ জনকে সৌদি আরবে না পাঠিয়ে টাকা আত্মসাতের অভিযোগে সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সির মালিক অহিদুল ইসলাম ভূঁইয়াকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য ৪৪ জনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেন রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম। কিন্তু তাদের হজে না পাঠিয়ে প্রাতারণামূলকভাবে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান তারা।

এদিকে ভুক্তভোগীরা দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করেন। মামলা হওয়ায় গ্রেফতার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান অভিযুক্তরা। রোববার র‍্যাব-৯ এর তথ্য সহায়তায় র‌্যাব-২-এর একটি দল রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অহিদুল আলম ভূঁইয়া টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশ সময়: ১২:২৪:২৫   ৯৫ বার পঠিত