রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

‘চাওয়ার আগেই প্রীতম ৫০ হাজার টাকা সালামি দিয়েছে’

প্রথম পাতা » বিনোদন » ‘চাওয়ার আগেই প্রীতম ৫০ হাজার টাকা সালামি দিয়েছে’
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



৫০ হাজার টাকা সালামি দিয়েছে’

গায়ক প্রীতমকে গত বছরে বিয়ে করেছেন অভিনেত্রী ও মডেল শেহতাজ। বিয়ের পর দুজনের একসঙ্গে এটাই প্রথম ঈদ। ঈদের দিন দুপুর পর্যন্ত স্টুডিও থেকে প্রীতমের ফেরার অপেক্ষায় ছিলেন শেহতাজ। তার অপেক্ষার পালা শেষ করে তিনটার পর শ্বশুরবাড়িতে আসেন গায়ক। 

শেহতাজ ভেবেছিলেন প্রীতম এলেই আগে ঈদের সেলামি চাইবেন। কিন্তু শেহতাজকে অবাক করে দিয়ে চাওয়ার আগেই ঈদ সেলামি দিয়েছেন প্রীতম।

 

শেহতাজ বলেন, ‘আমাদের যখন সম্পর্ক শুরু হয়, তখন থেকেই ঈদে সালামি পাই। প্রীতম ঈদে দেখা করতে এসে আমাকে সেলামি দিত। বিয়ের পরে এবার দেবে কি না জানতাম না। দুপুরে বাসায় এসেই ঈদসেলামি দিয়েছে।’

শেহতাজ আরো বলেন, ‘যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সেলামি পেয়েছি। এবার সে ৫০ হাজার টাকা সালামি দিয়েছে। কত দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা। সে যে আমার সঙ্গে এই ভালোবাসা দেখিয়েছে, সেটাই আমার ঈদের আনন্দ।’

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু শেহতাজের। পরে বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন। পাঁচ বছর আগে প্রীতমের ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে প্রেম। সেই গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৫৬   ১৯৩ বার পঠিত