শুক্রবার, ১১ আগস্ট ২০২৩

মুক্তির কয়েক ঘণ্টা পরেই অনলাইনে ফাঁস ‘গদর টু’

প্রথম পাতা » ছবি গ্যালারি » মুক্তির কয়েক ঘণ্টা পরেই অনলাইনে ফাঁস ‘গদর টু’
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



মুক্তির কয়েক ঘণ্টা পরেই অনলাইনে ফাঁস ‘গদর টু’

প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর টু’। এটি নির্মাণ করেছেন অনিল শর্মা।

শুক্রবার (১১ আগস্ট) হলে মুক্তির কয়েক ঘণ্টা পরেই অনলাইনে ফাঁস হয়ে গেছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যম জানায়, পাইরেসির কবলে পড়েছে সানি-আমিশার ‘গদর টু’ সিনেমা। হলে মুক্তির কয়েক ঘণ্টা পরই অনলাইনে ফাঁস হয় সিনেমাটি। এখন অবৈধ কিছু ওয়েব সাইটে দেখা যাচ্ছে সিনেমাটি।

বর্তমানে এসব ওয়েব সাইটের লিংক ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৩৭০ থেকে ১০৮০ রেজুলেশনে পুরো সিনেমা বিনামূল্যে দেখতে পাচ্ছেন সিনেমাপ্রেমীরা।

মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়েছিল। এবার ফাঁস হলো পুরো সিনেমা।

জানা গেছে, ২২ বছর আগে মুক্তি পায় অনিল শর্মা নির্মিত আমিশা ও সানি অভিনীত সিনেমা ‘গদর: এক প্রেম কথা’। বলিউডের ইতিহাসে সবচেয়ে হিট সিনেমাগুলোর অন্যতম এটি।

দীর্ঘ বিরতির পর নির্মিত হয়েছে ‘গদর টু’। জি স্টুডিও প্রযোজিত এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আমিশা ও সানি।

‘গদর টু’ সিনেমায় সানি-আমিশা ছাড়া আরও অভিনয় করেছেন— গৌরব চোপড়া, লাভ সিনহা, মীর সরওয়ার, রোহিত চৌধুরী প্রমুখ। এই সিনেমার গানেও অনেক চমক রয়েছে। উদিতজি, অলকা ইয়াগনিক ছাড়াও অরিজিৎ সিং ‘গদর টু’র জন্য গেয়েছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৫৯   ৪৯ বার পঠিত