বন্দরে ৩৮ জন ভূমিহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া উপহার ঘরের চাবি ও দলিল তুলে দেওয়া হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় বন্দর উপজেলা অডিটরিয়মে ভ’মিহীনদের মাঝে ওই ঘরের চাবি ও দলিল তুলে দেওয়া হয়। বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এ বি এম কুদরত এ খুদা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আনোয়ার হোসাইন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ. রশীদ ও বন্দর থানা অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক। ওই সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ২২:৩৭:০৫ ৬৪ বার পঠিত